StatCounter

Saturday, December 12, 2015

ক্লাসের মেয়ে বন্ধু সুমির পর্দা ফাটালাম।

বলেছিলাম তোমার
সুখের জন্য
সবকিছু ত্যাগ করতে পারি,,
কিন্তু তোমার সুখের জন্য
তোমাকেই ত্যাগ করতে হবে তা কখনো
ভাবিনি...।।
তাইতো নিরবে চলে এসেছি,
বুকের পাজরে কষ্টগুলোকে রেখে,
বলেছি ভালই আছি,,
স্বপ্নহীন আর শূন্য জীবন নিয়ে বেচেঁ আছি,
বেচেঁ থাকার প্রয়োজনে...।।
শুধু রয়েছে কিছু স্মৃতি আর অনূভুতি
যা আজও আমাকে কাঁদায়,
তারপরও দুঃখ নেই মনে ?
আমার একটু খানি ত্যাগের বিনিময়ে
তুমিতো সুখী হতে পেরেছো...।।
আজও আমার হূদয় জুড়ে শুধু তুমি,
দখল করে রেখেছ আমার সমস্ত অস্তিত্ব,
পরোটা অস্তিত্বের অনুভবে শুধু তোমারি
বিচরণ.....।।

No comments:

Post a Comment

About